×

প্রবাস

চোরকে ক্ষমা করার ভয়ঙ্কর পরিণতি ফাহিম হত্যা!

Icon

nakib

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৭:০৫ পিএম

বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ'র হত্যার অভিযোগে টাইরেস ডেঁভো হ্যাসপিলকে নামের এক ব্যক্তিকে নিউইয়র্ক পুলিশ গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে ফাহিমের সাথে বড় ধরণের আর্থিক লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত হ্যাসপিল ফাহিমের ব্যক্তিগত ও আর্থিক বিষয়গুলো দেখাশুনা করতো। অ্যাসিস্ট্যান্ট ডিসট্রিক্ট অ্যাটর্নি  আদালতে বলেন,  হ্যাসপিল তরুণ প্রযুক্তিবিদ ফাহিম সালেহর অন্তত ৯০ হাজার মার্কিন ডলার চুরি করেছিলেন। ফাহিম তখন তাকে নিজের প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করেছিলেন। তবে তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ করেননি। বরং কিস্তিতে অর্থ ফেরত দেয়ার সুযোগ করে দিয়েছেন। প্রসিকিউশন এখনো এই হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে চূড়ান্তভাবে নিশ্চিত নন। ধারণা করা হচ্ছে, অর্থের লেনদেন এবং ব্যক্তিগত বিষয়ই এই হত্যাকাণ্ডের কারণ। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে , হ্যাসপিল কোনো অর্থ ফেরত দিয়েছেন কি না, সেটি তাঁরা খতিয়ে দেখছেন। এ দেনাই খুন করার জন্য তাঁকে প্ররোচিত করেছে কি না, অর্থ ফেরত প্রদানে অনিচ্ছুক হলে পুলিশে রিপোর্ট হওয়ার ভয়ে এমন করেছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ১৪ জুলাই বিকেলে নিউইয়র্ক নগরের ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ফাহিম সালেহর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। শুরুতে এই হত্যাকাণ্ডকে পেশাদার কোনো খুনির কাজ বলে ধারণা করা হলেও ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে ঘাতককে গ্রেপ্তার করে পুলিশ। ফাহিম সালেহর সাবেক ব্যক্তিগত নির্বাহী মাত্র ২১ বছরের টাইরেস ডেঁভো হ্যাসপিলকে পুলিশ ১৭ জুলাই শুক্রবার সকালে গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App