×

সারাদেশ

অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১০:৫৫ এএম

অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে সাত হাজার টাকা অর্থদন্ড ও দুইটি ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২ টার দিকে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বট তলা এলাকায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।

সালথা উপজেলার কাকদী গ্রামের হুমায়ন শেখকে (২৮) ৫ হাজার ও বাতাগা গ্রামের রুস্তুম খানকে (৫০) দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় অবৈধ ড্রেজার মেশিন দুটি ভেঙে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং অবৈধ ড্রেজার মেশিন দুটি ভেঙে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App