বেলকুচিতে স্বেচ্ছাশ্রমে নির্মিত হলো দীর্ঘতম বাঁশের সাঁকো

আগের সংবাদ

গুগল ম্যাপে থেকে মুছে দেয়া হল ফিলিস্তিনকে!

পরের সংবাদ

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়কের মৃত্যু

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০ , ১০:৪৩ পূর্বাহ্ণ আপডেট: জুলাই ১৮, ২০২০ , ১০:৪৬ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক বেরি জার্মান আর নেই। অসুস্থতাজনিত কারণে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ১৯৫৯ থেকে ১৯৬৯ পযর্ন্ত দেশের হয়ে ১৯টি টেস্ট খেলেছেন এই গাঁট্টাগোট্টা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে তার প্রধান অবলম্বন ছিল দক্ষিণ অস্ট্রেলিয়া। দলটির হয়ে ১৩ মৌসুমে ১৯১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।

জার্মানের টেস্ট অভিষেক হয় ১৯৫৯ সালে, ভারতে বিপক্ষে কানপুরে। কুইন্সল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়ালি গ্রাউটের পরিবর্তে নির্বাচকরা তাকে এই সফরে পাঠান। ভারত সফরে অজিদের ড্রেসিংরুমের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন তিনি।

১৯৬৭-৬৮ মৌসুমে দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন জার্মান। ছিলেন অ্যাশেজে ইংল্যান্ড সফরেও। এমনকি চোটের কারণে সেবার বিল লরি ছিটকে যাওয়ায় হেডিংলি টেস্টে দলকে নেতৃত্ব দেন তিনি। অবসরের আগে জার্মান নিজের ১৯তম ‍ও শেষ টেস্ট খেলেন ঘরের মাঠ অ্যাডিলেডে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এসএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়