অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক বেরি জার্মান আর নেই। অসুস্থতাজনিত কারণে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ১৯৫৯ থেকে ১৯৬৯ পযর্ন্ত দেশের হয়ে ১৯টি টেস্ট খেলেছেন এই গাঁট্টাগোট্টা উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে তার প্রধান অবলম্বন ছিল দক্ষিণ অস্ট্রেলিয়া। দলটির হয়ে ১৩ মৌসুমে ১৯১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি।
জার্মানের টেস্ট অভিষেক হয় ১৯৫৯ সালে, ভারতে বিপক্ষে কানপুরে। কুইন্সল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়ালি গ্রাউটের পরিবর্তে নির্বাচকরা তাকে এই সফরে পাঠান। ভারত সফরে অজিদের ড্রেসিংরুমের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন তিনি।
১৯৬৭-৬৮ মৌসুমে দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন জার্মান। ছিলেন অ্যাশেজে ইংল্যান্ড সফরেও। এমনকি চোটের কারণে সেবার বিল লরি ছিটকে যাওয়ায় হেডিংলি টেস্টে দলকে নেতৃত্ব দেন তিনি। অবসরের আগে জার্মান নিজের ১৯তম ও শেষ টেস্ট খেলেন ঘরের মাঠ অ্যাডিলেডে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।