×

বিনোদন

ববিতা’র প্রতি শ্রদ্ধা রেখেই...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৩:৪৬ পিএম

ববিতা’র প্রতি শ্রদ্ধা রেখেই...

চিত্রনায়িকা পপি

সিনেমাতে এসে কিংবদন্তী নায়িকা ববিতা’ তার পারিবারিক ডাক নাম পপি’র পরিবর্তে তার নাম করণ করেন ববিতা। সেই থেকে ববিতা’র পারিবারিক নাম পপি আড়ালে চলে যায়। দর্শকের কাছে পপি হয়ে উঠেন দর্শকের স্বপ্নের নায়িকা ববিতা। ববিতা’র ডাক নাম যে পপি তা অনেক আগে থেকেই অবগত ছিলেন চিত্রনায়িকা পপি। যে কারণে ফটোসুন্দরী হবার পর পপি নামেই তিনি তখন একটি নাটকে কাজ করেন। পরবর্তীতে যখন পপি’র নায়িকা হিসেবে সিনেমায় যাত্রা শুরু হয় তখন পপি’র নাম পরিবর্তনের কথা বলা হলেও পপি নায়িকা ববিতার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি তার ডাক নাম পরিবর্তন করেননি। পপি বলেন,‘ আমার ভীষণ প্রিয় এবং অনেক শ্রদ্ধার, ভালোবাসার একজন নায়িকা আমাদের ববিতা ম্যাডাম। তারসঙ্গে অনেক সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়েছে। তবে সিনেমাতে আসার আগেই আমি তার অভিনয়ের ভক্ত ছিলাম। যে কারণে আমি সংবাদপত্রে তার সম্পর্কিত সব ধরনের খবর ভীষণ আগ্রহ নিয়ে পড়তাম। আমি জানতাম যে ববিতা ম্যাডামের ডাক নাম পপি। সেই কারণেই যখন সিনেমাতে নায়িকা হিসেবে কাজ শুরু করেছি তখন আমার নাম পরিবর্তনের কথা বলা হলেও ববিতা ম্যাডামের প্রতি শ্রদ্ধা রেখেই তার ডাক নাম এবং আমার পারিবারিক নামেই আমি সিনেমাতে কাজ শুরু করি। পরবর্তীতে ববিতা আপার সঙ্গে যখন সিনেমাতে কাজ করি তখন তিনি জানতে পারেন যে পপি’ আমার পারিবারিক নামই। তখন ভীষণ খুশী হলেন। সেই থেকে ববিতা ম্যাডাম আমাকে একটু বেশিই স্নেহ করেন। আমারও ভীষণ ভালোলাগে যে আমার ডাক নাম আর ববিতা ম্যাডামের ডাক নাম একই।’ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পপির চার মাস খুলনায় নিজের বাড়িতে করোনাকালীন সময় কাটিয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে রাজধানীতে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারছেন না। কারণ করোনা’র ভয়াবহতা। এ কারণেই আগামী ঈদ উপলক্ষ্যে দু’তিনটি নাটক ও টেলিফিল্মে তার কাজ করার কথা থাকলেও আর করা হয়ে উঠছেনা। পপি বলেন,‘ আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ অনেক ভালো ভালো কাজ করা যাবে। আপাতত সচেতনতার সাথে পরিবারের সাথেই থাকাটা নিরাপদ মনে করছি। তাছাড়া আমার বাবা মা’ও করোনার এই ভয়াবহতার মধ্যে কাজ করার পক্ষপাতি নন। উল্লেখ্য, ববিতার সঙ্গে পপি প্রথম মারুফ হোসেন মিলনের নির্দেশনায় ‘মানুষ মানুষের জন্য’ সিনেমায় অভিনয় করেন। পরবর্তীতে ‘জীবন মানেই যুদ্ধ’,‘ রাগী’সহ আরো বেশকিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App