×

আন্তর্জাতিক

চীন-ভারতকে ভালোবেসে ট্রাম্পের প্রস্তাব

Icon

nakib

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৫:৩৯ পিএম

ভারত-চীনের মধ্যস্থতা করার প্রস্তাব আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি ফেরাতে সাধ্যমতো সবরকম চেষ্টা করতে চান বলে ফের আরেকবার জানালেন ডোনাল্ড ট্রাম্প। ভারত ও চীন দুই দেশের নাগরিকদের ‘ভালবাসেন’ বলেই তিনি এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চান বলে জানালেন তাঁর মুখপাত্র। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিক বৈঠক চলাকালীন ভারত-চীন প্রসঙ্গ উঠে এলে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে দেন হোয়াইট হাউসের প্রেস সচিব কাইলি ম্যাকনানি। তিনি বলেন, ‘‘ ভারতীয়দের ভালবাসেন তিনি। ভালবাসেন চীনের নাগরিকদেরও। তাঁদের কথা ভেবে দু’দেশের মধ্যে শান্তি স্থাপনে সাধ্যমতো সব চেষ্টা করতে চান।’’ এর আগে, ভারতের সপক্ষে মুখ খোলেন হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো এবং মার্কিন পেররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেয়ো। ভারতকে বন্ধু বলে উল্লেখ করে বুধবার পম্প‌েয়ো বলেন, ‘‘ভারত বরাবরই ভাল বন্ধু। অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী। ভারতের সঙ্গে ভাল সম্পর্ক আমার। নিয়মিত নানা বিষয়ে কথা হয় আমাদের। চীনের সঙ্গে সীমান্তে যে সঙ্ঘাত চলছে তা নিয়েও কথা হয়েছে। সেখানে গড়ে ওঠা চীনা অবকাঠামো কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়েও আলোচনা হয়েছে আমাদের।’’ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ নিয়ে দু মাস  আগে চীনের সঙ্গে নতুন করে সঙ্ঘাত দেখা দেয় ভারতের। জুন মাসে দুই দেশের জওয়ানদের মধ্যে সংঘর্ষে দু’পক্ষেই প্রাণহানি ঘটে। তার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এ ব্যাপারে শুরু থেকেই ভারতের পক্ষ নিয়ে এসেছে মার্কিন সরকার। তবে এখন সুর পাল্টে দু পক্ষের পাশে দাড়াতে চান ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App