×

সারাদেশ

আন্তর্জাতিক সড়কে মৃত্যুকূপ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৭:২৭ পিএম

আন্তর্জাতিক সড়কে মৃত্যুকূপ!

আখাউড়া- আগরতলা সড়কে ভাঙ্গনের পর এবার গর্ত

আন্তর্জাতিক সড়কে মৃত্যুকূপ!

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের পাশ দিয়েই ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে ভারী ও বড় যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৫-৬ ফুট প্রশস্তের এ গর্ত সৃষ্টি হয়।

সড়কটি আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক হিসেবে পরিচিত। এর আগে ওই গর্তের কিছু দূরে সড়কের পাশের প্রায় ১২০ ফুট অংশ ভেঙ্গে যায়। এ ঘটনায় সড়কে পাশে বালু রাখায়  ঠিকাদারকে দোষারোপ করা হয়। তবে এখন গর্ত সৃষ্টি হওয়ার বিষয়ে কোনো কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে প্রথমে সড়কের বাইপাস এলাকার খড়মপুর যাওয়ার পথের সামনে মাঝখানে সামান্য অংশ দেবে যায়। পরে এক পর্যায়ে বড় আকারের গর্তের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন গাছ ও লাল নিশানা টানিয়ে সতর্ক করে দেন। তবে গর্তের পাশ দিয়েই ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করছে। বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকায় আছেন এলাকাবাসী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, তিনি ঘটনা জেনেছেন। ঘটনাস্থলের দিকে ওই সময়ে তিনি যাচ্ছেন বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App