করোনায় মৃতদের উৎসর্গ করে বৃক্ষরোপণ

আগের সংবাদ

খাবার-পানির সংকটে করোনা রোগীরা রাস্তায়

পরের সংবাদ

সাহেদের স্বাক্ষরিত ৪৮টি চেক ও মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: জুলাই ১৭, ২০২০ , ৬:২৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৭, ২০২০ , ৬:২৯ অপরাহ্ণ

রিজেন্টের চেয়ারম্যান প্রতারক সাহেদের স্বাক্ষরিত ৪৮টি চেকসহ রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ভায়রা ও গাড়ি চালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। প্রাইভেটকার তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল ও দুই হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলার সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী ও চালক মাহমুদুল হাসান।

শুক্রবার দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র (পরিচালক) লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আশুলিয়া-কাশিমপুর সড়কে অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউ শাখার ৪৮টি চেক ও রিদম ট্রেডিংয়ের নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি সরণী শাখার একটি চেক বই পাওয়া যায়। এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল ও দুই হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটটকৃত গিয়াস উদ্দিন জালালী (৬১) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা। প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান (৪০) শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের পুত্র।

এমআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়