×

সারাদেশ

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৩:০৯ পিএম

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশা

হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ককের ক্ষতবিক্ষত অবস্থা।

হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে করে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। জানা যায়, হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের সংযোগ থেকে হাসপাতাল সড়কটি শুরু হয়েছে। সড়কের পশ্চিম সীমানা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। গুরুত্বপূর্ণ এসড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া ও চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস রিসার্চ এন্ড বিশ্ববিদ্যালয় ফার্মবেজড্ ক্যাম্পাস, সরকারি ডেইরি ফার্ম, সরকারি ছাগল খামার, কৃষিগবেষনা কেন্দ্র, আদর্শ গ্রাম, গুচ্ছ গ্রাম, আলিপুর, আলমপুর, চন্দ্রপুর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকায় লোকজনের চলাচলের সহজ মাধ্যম সড়কটি। পৌরসভা সদরের সড়কের অবস্থান হওয়ায় উল্লেখিত এলাকায় স্থায়ী বাসিন্দা ছাড়া ও অসংখ্য মানুষ বাসাভাড়া করে বসবাস করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন হাটহাজারী ছাড়া পাশ্ববর্তী রাউজান ও ফটিকছড়ি উপজেলা এবং সিটিকর্পোরেশেন ১ নং পাহাড়তলী ওয়ার্ডের অসংখ্য লোকজন চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু সড়কের ক্ষতবিক্ষত অবস্থার কারণে চিকিৎসা সেবা গ্রহন করতে আসা রোগী ও এসড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে গর্ভবতী মহিলা ও হৃদরোগীদের আরো বেশি কষ্ট পোহাতে হয়। তাছাড়া সড়কের বিভিন্ন স্থানে বড়বড় গর্ত হওয়ায় অনেক সময় রোগী বহনকারী গাড়ি গুলোর যন্ত্রাংশ নষ্ট হয়ে বিগড়ে বসে। গাড়ি ছাড়াও সড়ক পথে চলাচলকারীদের গর্তের কারণে সীমাহীন বিড়ম্বনা পোহাতে হয়। এ সড়ক দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় সড়কের গর্তে জমে থাকা ময়লা পানি লোকজনের গায়ে পড়ে পরিধেয় নষ্ট হয়ে যায়। ফলে গাড়ি ছাড়াও পায়ে হেঁটে এ সড়ক দিয়ে যাতায়ত দূঃসাধ্য হয়ে পড়েছে। জন গুরুত্বপূর্ণ এ সড়কটি জনস্বার্থে অবিলম্বে সংস্কার ,মেরামত ও উন্নয়নের দাবি ভ’ক্তভোগীদের দীর্ঘদিনের। কিন্ত এ যাবত কাজের কাজ কিছু হয়নি বলে ভুক্তভোগীরা প্রতিনিয়ত আক্ষেপ করতে শুনা যায়। মেডিকেল আসা রোগী নুরুল বশর চৌধুরী জানান, হাটহাজারী মেডিকেল সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে। অবিলম্বে সড়কটি সংস্কার করা না হলে মেডিকেলে সেবা নিতে আসা রোগীদের দূর্ভোগ চরম আকার ধারণ করবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম ইমতিয়াজ হোসাইন এর কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি হাসপাতাল সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করেন। সড়কটি সংস্কার মেরামত উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে লিখিত ভাবে আবেদন করবেন বলে জানান। পৌরসভার সহকারি প্রকৌশলী বেলাল আহম্মদ খাঁন জানান, হাসপাতাল সড়কের নাজুক অবস্থার কথা শুনে তিনি গত কয়েকদিন আগে সড়কটি পরিদর্শন করেছেন। জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কার ও মেরামতের কথা স্বীকার করে বৃষ্টির প্রকোপ কমে গেলে সড়কের মেরামত কাজ শুরু করা হবে তিনি উল্লেখ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন জানান, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সড়কটি বর্ষার পরে সংস্কার মেরামত ও উন্নয়ন কাজ শুরু করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের নাজুক অবস্থার কথা তাকে কেউ জানায় নি। তবে বিষয়টি তাকে অবহিত করা হলে এব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App