×

রাজধানী

রেলওয়ে পূর্বাঞ্চলে বৃক্ষরোপণ অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৬:৫৩ পিএম

রেলওয়ে পূর্বাঞ্চলে বৃক্ষরোপণ অভিযান

বৃক্ষরোপণ

নগরের সিআরবিতে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বনজ ও ওষুধি চারা রোপণ করে তিনি। একই সাথে রেলের ঢাকা, রাজশাহী ও খুলনা অঞ্চলেও বৃক্ষ রোপন করা হচ্ছে বলেও রেল সূত্রে জানা গেছে।

সরদার সাহাদাত আলী বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিটি খালি জায়গায় চারা রোপণ অব্যাহত থাকবে। রেলওয়ে প্রতিটা বিভাগ থেকে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এর আগে রেলের ফাঁকা জায়গায় শাস সবজি রোপন করাের কাজ করছে রেলওয়ে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীণ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, বিভাগীয় প্রকৌশলী-২/চট্টগ্রাম মো. আব্দুল হানিফ এবং উপ-পরিচালক (জনসংযোগ) তৌষিয়া আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App