×

সারাদেশ

ভিড় বাড়ছে পশুরহাটে, স্বাস্থ্যবিধির বালাই নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৯:৫৫ এএম

ভিড় বাড়ছে পশুরহাটে, স্বাস্থ্যবিধির বালাই নেই

ফাইল ছবি

কুরবানির ঈদের বাকি আরো প্রায় ২ সপ্তাহ। এর মধ্যেই দেশের অনেক স্থানে জমে উঠেছে পশুর হাটের বিকিকিনি। কুরবানিকে কেন্দ্র করে ইজারা দেয়া হাট এখনো শুরু না হলেও নিয়মিত হাটগুলোতে পশু বিক্রি বেড়েছে। করোনা ভাইরাসের মধ্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চলছে বিকিকিনি। অথচ এ ব্যাপারে নেই কোনো নজরদারি। ফলে করোনা ছড়ানোর আশঙ্কা বাড়ছে। যদিও সাধারণ ক্রেতার চেয়ে পাইকারদের বেশি দেখা যাচ্ছে হাটে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইজারা দেয়া কুরবানির পশুর হাটগুলো বসবে ঈদের ৪ দিন আগে। তবে এরই মধ্যে বিভিন্ন হাটে কুরবানির পশু বিক্রি হচ্ছে। এবারো মেসি, টাইগার, বস, কালাপাঠাসহ বাহারি নামের বিশেষ গরুর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলা থেকে। জুয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনাসহ বিভিন্ন জেলায় নিয়মিত গরু বিক্রি হচ্ছে। এছাড়া খামারেও চলছে বিক্রি। ঢাকার বেড়িবাঁধে অবস্থিত সাদেক অ্যাগ্রোতে এবারো রয়েছে চমক। ঢাকার গাবতলী পশুর হাটে বেড়েছে ক্রেতার আনাগোনা। অবশ্য অনেকে আসছে দাম যাচাই করতে। তবে এ বছর পশু কুরবানি কম হবে বলে মনে করছেন পশু ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান। তার মতে, দেশে যে পরিমাণ গরু রয়েছে তা দিয়ে কুরবানির পরও উদ্বৃত্ত থাকবে। এদিকে অনেক জেলায় আগাম বন্যার কারণে কৃষক ও খামারিরা দুশ্চিন্তায় পড়েছেন। অনেকে বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন পশু। এরই মধ্যে যেসব জেলায় নদ-নদীর পানি বেড়েছে সেসব এলাকার ক্রেতাদের মধ্যে অনেকে নিচ্ছেন এই সুযোগ। তবে এবার পশুর দাম কী হবে তা নিয়ে দুই ধরনের মন্তব্য রয়েছে। কারো মতে, দাম বেশি হবে। আবার কারো মতে দাম কম হবে বলে চাউর রয়েছে। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনায় ইজারাদারদের জন্য গাইডলাইন তৈরি করলেও তা কতটা বাস্তবসম্মত এ নিয়ে প্রশ্ন রয়েই গেছে। ইজারাদারদের মধ্যে স্বাস্থ্যবিধি পালনের প্রস্তুতি নেই বললেই চলে। এতে করে পশুর হাট থেকে করোনা ছড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App