×

রাজধানী

বিজ্ঞানী আলী আসগর আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৯:৫৩ পিএম

বিজ্ঞানী আলী আসগর আর নেই

বিজ্ঞানী আলী আসগর।

বিজ্ঞানী, গবেষক, জনপ্রিয় বিজ্ঞান লেখক ও সংগঠক অধ্যাপক আলী আসগর। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিজ্ঞানী আলী আসগরের ছেলে আরিফ আসগর বলেন, আজ ভোরে বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়। ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার আসরের নামাজের পর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান মসজিদে আলী আসগরের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ওই কবরস্থানেই তাঁকে দাফন করা হয়।

আলী আসগর গণবিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিকস ও বায়ামেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। একসময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

জমাট পদার্থ, চৌম্বক বস্তু, মেডিকেল ফিজিকস ও বায়ো ম্যাগনেটিজম তাঁর নির্বাচিত গবেষণার বিষয়। তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় জার্নালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App