×

সাময়িকী

বাতাসে উড়ছে ক্রেমোটারিয়ামের ধোঁয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৮:৪৪ পিএম

ভিন্ন ভিন্ন রূপে আসেন মৃত্যুদূত এবার এসেছেন করোনার ডানায় ছুঁয়ে দিলেই ভেঙে যায় মাটির পুতুল। বাতাসে উড়েন তিনি অচ্ছুত যমরাজ! রক্তের প্রবাহমান ধারা যেন বয়ে যায় কবর পর্যন্ত পৃথিবীর জঠরে ঘুমায় কিংকর্তব্যবিমূঢ় সময় আমাদের বুকের পাঁজর কুড়ে কুড়ে খায় প্রাচীন কিট; ক্রমান্নয়ে ওঠে আসে হাহুতাস থেমে থেমে সমুদ্রের লঘুচাপের মতো, মানুষগুলো সব আজ শব শবওতো মানুষ ছিলো, কেউ কেউ এখনও আছে জীবন মানেই কুরুক্ষেত্র, জীবন মানেই লাশকাটা ঘর চারিদিকে ড্যাটলস আর ফেনিলের সুঘ্রাণ এই ঘ্রাণে মাতাল হয় পৃথিবীর সকল ডোম। বাতাসে ভাসছে করোনা, বাতাসে উড়ছে ক্রেমোটারিয়ামের ধোঁয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App