×

সাময়িকী

উড়নচণ্ডী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৮:৪২ পিএম

উড়নচণ্ডী
সেদিন যখন বৃষ্টি বৃষ্টি শব্দ শুনছি একমনে, কাচ বেয়ে ঝাপসা লাগছে ওলি-গলি.. রাত দুপুরে, হঠাৎ তোমার চিঠি এল, চুপি চুপি.. প্রেম হোক বা কোনো তার, বোধহয় তারই আছে ধার... আমার আবার তোমায় যখন তখন মনে করা বারণ... যদি জানতে চাও কারণ? অত শত আমি জানি না... তবে হ্যাঁ, চুল হোক তোমার সে এক যুগ, দাড়ি হোক তা আদিম স্বরূপ... তুমি হও উদ্দাম বা প্রলাপ... কিংবা স্বাধীন ঝোড়ো কাক... শুধু মানুষটা থাকো মাটির গড়া... আমার মতো, সোহাগ করা... মনকেমনের ঝিঁঝিঁ ধরা... আহ্লাদী আত্মহারা... প্রেম লাগিয়ে পাগল করা... এই জানো, কান্না করা ভালো, দৃষ্টি দেয় বড়... অন্য আলোয় আকাশ ছোঁয়ার...

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App