×

রাজধানী

ঈদে শিল্প-কারখানায় ৩ দিন ছুটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৭:১০ পিএম

ঈদে শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি তিনদিন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে পোশাক শিল্প শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি থাকবে। সবাই যাতে যার যার অবস্থানে থাকেন আমরা সেটা লক্ষ্য রাখব। গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বসে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত নেবেন।

এদিকে ঈদে গণপরিবহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি বলেন, তবে ৩ দিন আগে পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ থাকবে।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ঈদের ৫ দিন আগে এবং ৩ দিন পরে গণপরিবহন বন্ধ রাখতে বিআরটিএ-কে নির্দেশ দেয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে, মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে গণপরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App