×

সারাদেশ

আটোয়ারীতে সামাজিত দূরত্ব মেনে বসবে পশুর হাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৫:১৭ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে সামাজিক দুরত্ব বজায় রেখে পশুর হাট স্থাপনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় পরামর্শ মূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। অন্যানের মধ্যে ধামোর ইউপি চেয়রম্যান কাজী নজরুল ইসলাম দুলাল, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান মো: আবু জাহেদ, মি. গো. হা. ডি. কলেজের অধ্যক্ষ কাজী মো: ফজলে বারী (সুজা), ক্রিড়া সংস্থার সম্পাদক মো: মিজানুর রহমান, হাটের ইজারাদার মো: সাজ্জাদ সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ঠ পশু হাট পরিচালনা কমিটি করা হয়। সামাজিক দুরত্ব বজায় রাখার নিমিত্তে মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ মাঠে এই হাট বসানো হবে। পশু হাটের এক গেট দিয়ে প্রবেশ করে পশু ক্রয় করে বিপরীত দিকের গেট দিয়ে বের হতে হবে। অবশ্যই সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। আলোচনাসভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানাগেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App