থামলো রোনালদো, থমকে গেল জুভেন্টাস

আগের সংবাদ

কাঠগড়ায় কেঁদে বললেন আমি করোনা রোগী

পরের সংবাদ

দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: জুলাই ১৬, ২০২০ , ১:০১ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৬, ২০২০ , ১:০১ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামুন মিয়া (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করছে।

নিহতের ছোট ভাই শাকিল আহম্মেদ জানান, প্রতিবেশী কাদির মিয়ার সাথে বাড়ীর জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আমাদের । বুধবার রাতে আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে কাদির মিয়ার ছেলেরা মসজিদের পাশে মারধর করে। ভাই আমাকে ফোন করলে দৌড়ে ভাইকে বাচাতে গেলে আমাকেও মারধর করে। এসময় আমাদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘাষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়ধীন রয়েছে।

ডিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়