×

জাতীয়

সাহেদকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৮:১৩ এএম

সাহেদকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

সাহেদ

সাহেদকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

ঢাকায় সাহেদ

সাহেদকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

র‌্যাবের ব্রিফিং

সাহেদকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

সাহেদ

সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে বহুল আলোচিত বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে। বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে তাকে র‌্যাবের আভিযানিক দলের সঙ্গে তাকে ঢাকায় আনা হয়।

র‍্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, ইতোমধ্যে হেলিকপ্টারে আনা হয়েছে। পুরাতন বিমানবন্দরে পৌঁছার পর তাকে সদরদপ্তরে নেয়া হয়েছে। সেখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।সাহেদের বাসা সাতক্ষীরায়। এতোদিন জেলায় ছদ্মবেশে বিভিন্ন যানবাহনে চলাফেলা করেছিলেন। বোরকা পরে ছদ্মবেশে নৌকা দিয়ে দেবহাটা সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

[caption id="attachment_231783" align="aligncenter" width="1280"] র‌্যাবের তাৎক্ষণিক ব্রিফিং[/caption]

উল্লেখ্য, গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়।

[caption id="attachment_231782" align="aligncenter" width="700"] ঢাকায় সাহেদ[/caption]

একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। সাহেদের খোঁজে সোমবার মৌলভীবাজারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App