×

রাজনীতি

বন্যা মোকাবিলায় সরকারি উদ্যোগের দাবি সিপিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৬:২১ পিএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বন্যা মোকাবিলায় সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা-মহামারির মধ্যেই দেশে বন্যা দেখা দিয়েছে। ফলে মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন বন্যার ভয়াবহতা বাড়ছে। বন্যার্ত মানুষ বাঁচাতে ত্রাণ ও পুনর্বাসনের জন্য যথাযথ সরকারি উদ্যোগ প্রয়োজন। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App