×

সারাদেশ

কুষ্টিয়ার পশুর হাটগুলোতে নেই কোনো স্বাস্থ্য বিধির ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৫:৪৮ পিএম

কুষ্টিয়ার পশুর হাটগুলোতে নেই কোনো স্বাস্থ্য বিধির ব্যবস্থা

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় সড়কের পাশে ও স্কুল মাঠে অস্থায়ীভাবে প্রায় ৩৯টি পশু হাটে শেষ মুহুর্তে গরু-ছাগল কেনাবেচা চলছে। তবে করোনার কারণে এবার পশুহাটে সাধারণ ক্রেতাদের ভিড় নেই। ফড়িয়াদের দৌরাত্মে প্রকৃত চাষীরা ভালো দাম পাচ্ছেন না। বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে কুষ্টিয়ার গরু-ছাগল পালনকারীদের। হাট এলাকায় স্বাস্থ্য বিধি, নিরাপত্তা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, পশু চিকিৎসার কোনো ব্যবস্থাই নেয়া হয়নি।

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া পশু হাটে সাধারণ ক্রেতাদের গরু-ছাগল কিনতে দেখা যায়নি। এ বছর জেলায় ১ লাখ ৫ হাজার গরু ও ৭০ হাজার ছাগল প্রস্তুত করা হয়েছে। কিন্তু হাটে ক্রেতা নেই। গরু প্রতি এবার ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান গুণতে হবে।

ঢাকা, চট্রগাম, টাঙ্গাইলে পশু হাট এবার চালু হয়নি। অথচ কোনো স্বাস্থ্য বিধি না মেনেই খুলে দেয়া হয়েছে কুষ্টিয়ার প্রায় ৩৯টি পশু হাট। ব্যবসায়ী, কৃষক ও সাধারণ ক্রেতাদের জন্য কোনো প্রকার স্বাস্থ্য বিধি’র ব্যবস্থা রাখা হয়নি। গেল তিন মাসে লকডাউনে হাট বন্ধ ছিল। তাই এ বছর হাটের সময় সীমা বৃদ্ধির দাবি হাট ইজারাদারের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App