×

সারাদেশ

ফোন পেয়ে মধ্যরাতেই খাদ্যসামগ্রী নিয়ে হাজির ওসি

Icon

nakib

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৩:৫৬ পিএম

ফোন পেয়ে মধ্যরাতেই খাদ্যসামগ্রী নিয়ে হাজির ওসি

খাদ্য সহায়তা তুলে দেওয়া হচ্ছে

মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া,অসহায়, হতদরিদ্র মানুষের ফোন পেয়ে মধ্যরাতে খাদ্যসামগ্রী নিয়ে বাড়িতে বাড়িতে হাজির হয়েছেন নরসিংদীর পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ।  সোমবার( ১৩ জুলাই) মধ্যরাতে ওসির ব্যক্তিগত অর্থায়নে উপজেলার গজারিয়া ইউনিয়নের চরমাহমুদপুর ও নিত্যাইন্দ্রী গ্রামের ৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ৫ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি তেলসহ নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, করোনা প্ররিস্থিতিতে সবাই ঘরে আছেন। ফলে রিকশা চালক, দিনমজুর  খেটে খাওয়া মানুষ গুলো দুরাবস্থা আছে। কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন এমন সংবাদ আমাদের কানে এসেছে।  তিনি  বলেন, ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবার গুলোর সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। সামান্য সাহায্য পেয়েও তারা খুশি হয়েছেন। তারা অনেকে খেয়ে, না খেয়ে কোন রকম দিন পার করছেন বলে জানিয়েছেন। ঘরে বসে নিত্য প্রয়োজনীয় এসব খাদ্র্যসামগ্রী  পেয়ে মহাখুশি কর্মহীন মানুষগুলো। প্রতিবন্ধী জাহাঙ্গির আলম বলেন, ঘরে খাবার নেই, থানায় ফোন দিয়ে জানানোর পর ‘ওসি সাহেব ঘরের দরজায় খাবার নিয়ে এসেছেন।  বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এই চাল, ডাল না পেলে ছেলে-মেয়ের খুব কষ্ট হতো।’ আবুল বাশার,আসাদ পাঠান জানান, তিনদিন ধরে ঘরে বসে আছেন। একটাকা ও রোজগার নেই। এ বিষয়ে ফোন  দিয়ে থানায় জানালে ওসি সাহেব খাদ্যসামগ্রী নিয়ে  রাতেই বাড়িতে বাড়িতে দিয়ে যান।  এ দিকে ওসির এমন মানবিক কর্মকান্ডের খবর শুনে খুশি স্থানীয় এলাকাবাসী । ওসি জানান ,মধ্যরাতে ফোন পেয়ে অসহায় পরিবার গুলোর কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দরদ্রি মানুষের পাশে দাঁড়াতে তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।  প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্র্য সামগ্রী। তাছাড়া দেশে যতদিন এই ক্রান্তিলগ্ন থাকবে-ততদিন পর্যন্ত এসব হতদরিদ্র পরিবার গুলোর পাশে থাকার চেষ্ঠা করব ইনশাআল্লাহ ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App