×

আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম অবৈধ: যুক্তরাষ্ট্র

Icon

nakib

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১২:৫১ পিএম

দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম অবৈধ: যুক্তরাষ্ট্র

সমুুদ্রে বাড়ছে সামরিক উপস্থিতি

দক্ষিণ চীন সাগরে চীনের সম্পদ আহরণ কার্যক্রমকে অবৈধ বলছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ অঞ্চলের সমুদ্রসীমায় যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধির চেষ্টাকে চীনের পক্ষ থেকে সমালোচনা করার পর যুক্তরাষ্ট্র এ মন্তব্য করলো। ফলে সামনের দিনগুলোতে প্যাসিফিক অঞ্চলের পারস্পরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাগরে কৃত্তিম দ্বীপ বানিয়ে সেখানে সামরিক ক্যাম্প তৈরী করছে চীন। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র রণতরী পাঠিয়ে এ অঞ্চলে নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করছে। তাছাড়া চীনের প্রচেষ্টাকে অবৈধ অভিহিত করে বিশ্ব দক্ষিণ চীন সাগরকে চীনের নৌ সাম্রাজ্য গড়ে তুলতে দিবে না বলে জানায় যুক্তরাষ্ট্র। [caption id="" align="aligncenter" width="660"]A satellite image of Subi Reef, an artificial island being developed by China in the Spratly Islands in the South China Sea চীনের সামরিক ক্যাম্প[/caption] চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এমন মন্তব্যের কড়া প্রতিবাদ করা হয়। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করে চীন। জাতিসংঘের সমুদ্র আইন না মেনে যুক্তরাষ্ট্র ভিত্তিহীন কথা বলছে বলেও মন্তব্য করে চীন। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ দুটির এমন প্রকাশ্য বাকযুদ্ধ এবং সমুদ্রসীমায় যুদ্ধ জাহাজের উপস্থিতি এশিয়ায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। সামনের দিনগুলোতে এ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরণের কনো সামরিক পদক্ষেপের সম্ভবনাও উগিয়ে দেয়া যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App