×

সারাদেশ

চলছে ভোট গণনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৬:৫০ পিএম

চলছে ভোট গণনা

ভোট গণনা

  বগুড়া-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই সবগুলো কেন্দ্রে ধীরে ধীরে ভোটাররা আসতে থাকে। করোনা ও বন্যা উপেক্ষা করেও যারা ভোট দিতে এসেছে তাদের মধ্যে উৎসাহ ও প্রাণবন্ত মনোভাব দেখা গেছে। ভোট গ্রহণের পুরো সময় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের অপ্রীতিকর কিছু ঘটেনি। এই আসনে জাল ভোট দিতে এসে ৫ স্কুলছাত্র এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অপরাধে একজনসহ মোট ৬জনকে আটক করে পুলিশ। বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সারিয়াকান্দি উপজেলার একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৩৫২ জন এবং সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৫৬৬ জন। বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৮৯৩জন। বগুড়া-১ আসনে মোট ভোট কেন্দ্র ১২৩টি। ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে ৯৬ টি। প্রতিটি সাধারণ কেন্দ্রে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে ১৮ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রয়েছে ১৯ জন করে। এছাড়া ২১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App