দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৩ জন। তবে একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন।
সর্বশেষ তথ্যমতে, দেশে বর্তমানে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত এক লাখ ৯০ হাজার ৫৭ জন। আর মোট সুস্থ হয়েছেন এক লাখ তিন হাজার ২২৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ৪২৪ জনে।
ব্রিফিংয়ের তথ্যমতে, ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১২ হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা।
দেশে ৭৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।