×

সারাদেশ

সস্ত্রীক করোনাক্রান্ত গুরুদাসপুর ইউএনও তমাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০১:১১ পিএম

সস্ত্রীক করোনাক্রান্ত গুরুদাসপুর ইউএনও তমাল
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। একই সঙ্গে তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়াও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চার বছরের মেয়ে আগতা (৪) জ্বরে আক্রান্ত। তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। গুরুদাসপুর উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রবিউল করিম শান্ত জানান, ইউএনওর করোনা পজেটিভ ফলাফল আসে গত শনিবার রাতে। তাঁর স্ত্রীর করোনা সংক্রমণ শনাক্ত হয় এক সপ্তাহ আগে। তিনি জানান,গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষের শরীর থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় ৩৫ জনের ফলাফল পজেটিভ এসেছে। তবে কেউ মারা যাননি। নাটোরে একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তহয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৮২ জন নাটোরের সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, তার কাজে যোগদানের এক বছর পূর্ণ হলো মাত্র। এরই মধ্যে জয় করে নিয়েছেন গুরুদসপুর উপজেলা বাসীর মন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকা কালীন ছুটে বেড়িয়েছেন রাস্তা-ঘাট ব্যাবসা প্রতিষ্ঠানে অনিয়ম ধরতে। প্রমোশন পেয়ে যোগ দেন এসিল্যান্ড পদে সেখান থেকেই গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার পদে এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি । কাক ডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন গুদাসপুর উপজেলার ৬টি ইউনিয়ন পৌরসভাসহ সর্বত্র। সব যেন তার নখদর্পনে। ক্লান্তিবোধ হয়তো তাড়া করেনা তাকে। বৈশ্বিক এই মহামারি কালেও বসে নেই তিনি, ত্রাণ হাতে ছুটছেন তার সারা কর্মস্থল জুড়ে। শুধু তাই নয় মহামারির কবলে পড়া করোনা রোগীর কাছে গিয়েছেন নিজস্ব উপকরন আর ত্রান সামগ্রী নিয়ে । ইভটিজার, পারিবারিক জটিলতায় কিংবা বাল্য বিবাহে ছাড় নেই তার। যেখানে অনেক জনপ্রতিনিধি নিরব কিংবা অসফল সেখানেই ইউএনও তোমাল হোসেনের সফলতার গল্প রচিত। আর হবেই না কেন?। তিনি যে একজন সম্মুখ যোদ্ধার সন্তান। বাবা ছিলেন একজন সফল চিকিসক। সাবেক পরিচালক সাস্থ্য মন্ত্রনালয়ের। কর্ম জীবনে বাবা ছিলেন যেমন একজন অকুতভয় চৌকস সরকারী কর্মকর্তা, ঠিক তেমনি তার সন্তান ইউএনও এ সময়ের বীর সেনা। ইউএনও তমাল হোসেন জানান, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ববোধ থেকেই মানসিক ও শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, শিক্ষার্থীসহ অসহায় মানুষের বিপদে আপদে মানুষের পাশে আছি । প্রশাসনিক কাজের পাশাপাশি অনেক সময় ব্যক্তিগত উদ্যোগ এবং নিজের অর্থে অনেকের পাশে দাঁড়িয়েছি। জেলা প্রশাসক শাহরিয়াজ জানান, তমাল হোসেন একজন করিৎকর্মা সৃজনশীল কর্মকর্তা। ৩১ তম বিসিএসের প্রশাাসনিক এই কর্মকর্তা গত ২০১৯ সালের ৬ই আগষ্ট নাটোরের গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। তিনি জানান, ইউএনও স্বপরিবারে করোনাক্রান্ত হবার কিছুদিন পুর্বেই তার সৃজনশীল কাজের জন্য নাটোর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবাায়ন কৃষি ও কৃষক বান্ধব কাজ,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রচার প্রচারনাসহ বিভিন্ন জনকল্যানমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে চলেছেন তিনি। পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ( ২০১৯-২০) পেয়েছেন তিনি। এসময় তমাল হসেন সহ তার পরিবারের দ্রুত সুস্থ্যতা কামনা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App