×

বিনোদন

মুক্তিযোদ্ধা ও ক্রিকেটার রকিবুলকে নিয়ে চলচ্চিত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০১:১৬ পিএম

মুক্তিযোদ্ধা ও ক্রিকেটার রকিবুলকে নিয়ে চলচ্চিত্র

ক্রিকেটার রকিবুল হাসানের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্টরা

পাকিস্তান আমলের দুর্ধর্ষ ব্যাটসম্যান ও মুক্তিযোদ্ধা রকিবুল হাসানকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। সেখানে উঠে আসছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের আত্মজীবনী। মুক্তিযুদ্ধের আগের দিনগুলিতে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের চোখ রাঙানিতে সবাই যখন ভীত, তখন এই ক্রিকেটার মাত্র ১৬ বছর বয়সে ‘জয় বাংলা’ স্টিকার হাতে ব্যাট উঁচিয়ে ধরেছিলেন ঢাকা স্টেডিয়ামের একটি আন্তর্জাতিক ম্যাচে। তিনি তখন পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলছেন। এর আগে শুধু ‘বাংলাদেশী’ হওয়ায় তাকে পাকিস্তান টেস্ট ক্রিকেট টিমে সুযোগ দেয়নি তখনকার পাকিস্তান সরকার। এই প্রথম বাংলাদেশী কোনো ক্রিকেটারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। ছবিটি পরিচালনা করছেন বান্টি আফজাল। প্রযোজনায় থাকছেন রুমানা শারমিন সাথি। আর কাহিনী ও চিত্রনাট্য করছেন ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। ইতোমধ্যে ক্রিকেটার রকিবুল হাসানের সঙ্গে এ নিয়ে তাদের কথা ও চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে চলচ্চিত্রটির কী নাম, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা বান্টি আফজাল। তিনি বলেন, রকিবুল হাসানকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটির নাম ঠিক করেছি। কিন্তু এই মুহূর্তে নামটি বলতে চাইছি না, কারণ আগে নামটি রেজিস্ট্রেশন করতে হবে। তবে শিগগিরই চলচ্চিত্রটির নাম সকলে জানতে পারবেন। চলচ্চিত্রটি প্রসঙ্গে বান্টি আফজাল বলেন, এটা অবিশ্বাস্য একটা ঘটনা আমাদের জীবনে! বিশেষত আমার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছিলো যে, চলচ্চিত্রের জন্য তিনি আদৌ রাজি হবেন কি না! উনার সঙ্গে প্রথমবার কথা বলার পর দেখি, এতো অমায়িক মানুষ! যখন উনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিস্তারিত পরিকল্পনা বললাম, শুনে স্বানন্দ্যে তিনি রাজি হলেন। উল্টো উনি আমাকে কিছু বিষয়ে সাজেশন দিয়েছেন। শুধু তাই না, উনি এমন অজানা সব গল্পও আমাদের সঙ্গে করেছেন যা কোনো লেখায় কিংবা কারো আর্টিকেলেও আমরা পাইনি। যে ঘটনাগুলো চলচ্চিত্রে আমরা রাখতে যাচ্ছি। প্রথম বৈঠকের পর থেকে এখনো তিনি আমাদের খুব দারুণভাবে সহায়তা করছেন। এটা আমাদের জন্য বিরাট তৃপ্তির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App