×

সারাদেশ

বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপরে বইছে তিস্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ১২:৪২ পিএম

বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপরে বইছে তিস্তা
কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ব্যারেজ রক্ষায় সবগুলো জলকপাট খুলে দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে তিস্তা। ব্যারেজ এলাকা ও চরাঞ্চলে পানি উন্নয়ন বোর্ড রেড এলার্ট জারি করেছে। রাতে মাইকিং করে তিস্তা ব্যারেজ এলাকা অববাহিকায় লোক জনকে নিরাপদ অঞ্চলে সরে যেতে বলা হয়। তিস্তা ব্যারেজ রক্ষার্থে যে কোন সময় ফ্লাডবাইপাশ কেটে দেয়া হতে পারে।নতুন এলাকা পানি বন্দি হয়ে পড়েছে। রবিবার (১২ জুলাই) রাত ৯ টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ১০ সেন্টিমিটার। যা বিপদসীমার ৫০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আতঙ্কিত হয়ে পড়েছেন তিস্তা পাড়ের মানুষ। ঢলের গর্জনে পানিবন্দি এসব মানুষের চোখে এখন ঘুম নেই।পানিবন্দী হাজার মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছেন তারা। তাদের শুকনো খাবার,পানীয় জল বিতরণ জরুরী হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার প্রায় ১৫ হাজার পরিবার এখন দুর্বিষহ জীবনযাপন করছেন। তিস্তা ব্যারেজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী সূত্রে জানা যায় , রবিবার সকালে পানি ২০ সেন্টিমিটার তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে কম থাকলেও রাত ৯টার দিকে হঠাৎ উজানের ঢলে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। ব্যারেজ রক্ষায় সবগুলো জলকপাট খুলে দেয়া হয়েছে। তবে তিস্তা তীরবর্তী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। এলাকা পরিদর্শন করেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তরাঞ্চলে সমগ্র লালমনিরহাট জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তিস্তা নদীর পানি বৃদ্ধি পরিস্থিতির খোঁজখবর নেয়া হচ্ছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ।ইতিমধ্যে জেলায় জিআর চাউল ও নগদ অর্থ দেয়া হয়েছে। উজানে ভারীবৃষ্টিপাত হলে ও পাহাড়ি ঢলে উপর তিস্তার পানি ওঠা-নামা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App