×

সারাদেশ

বগুড়া-১ আসনের ভোটে অবৈধ টাকাসহ গ্রেপ্তার ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৭:১৭ পিএম

বগুড়া-১ আসনের ভোটে অবৈধ টাকাসহ গ্রেপ্তার ৫

জব্দকৃত টাকা

বগুড়া ১ আসনের (সারিয়াকান্দি-সোনাতলা) উপনির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারণায় অবৈধভাবে টাকা ছড়ানোর অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে সোনাতলার একটি ক্লিনিকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই পাঁচজন হলো- রোহান, ইন্তেজার, ফারদিন বিন রশিদ, মিকানুল ইসলাম ও জামাল হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, সোনাতলায় ট্রাক প্রতীকের সতন্ত্র প্রার্থীর ভোট প্রচারণায় অবৈধভাবে টাকা ছড়ানো হচ্ছে। তখন সেখানে দ্রুত পুলিশের একটি টিম পৌঁছায় এবং একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ- ১৪-১৪৯৬) জব্দ করে। সেই সাথে গাড়িতে থাকা ড্রাইভারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ লক্ষ টাকা, ট্রাক প্রতীকের পোস্টার ও হ্যান্ডবিল উদ্ধার করা হয়।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কুদরত-ই খোদা শুভ জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App