×

বিনোদন

প্রকাশ পেল শেখ রানার ‌‘দ্বন্দ্বমুখর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০১:৫১ পিএম

প্রকাশ পেল শেখ রানার ‌‘দ্বন্দ্বমুখর’
‘মিছিল থেকে মিছিল বাড়ে/দৃশ্য থেকে অদৃশ্য হয়/আমি কেবল পার হয়ে যাই/নিজের ছায়া, দ্বন্দ্বমুখর’ -এমন লিরিকে নতুন গান বাঁধলেন গীতিকবি শেখ রানা। এমনকি গানটিও তার কণ্ঠে, গেয়েছেন নিজেই। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘রাত আর দিন, প্রকৃতি আর মানুষ, নীতি আর অরাজকতা ধরে লিখেছিলাম লিরিকটা। কত কথা বলতে চাই, বলতে পারি না। সেই অব্যক্ত কথাগুলো রূপক দৃশ্যকল্পে দ্বন্দ্বমুখর হয়। নিজের ছায়ার সাথে সেই দ্বন্দ্ব নিয়ে কথা হয় নিজেরই।’ ‘দ্বন্দ্বমুখর’ শিরোনামের এ গানের ভিডিওচিত্র ধারণ করেছেন মিশু মাতলুবা খান। ব্রিটেনের অঙ্গরাজ্য ওয়েলসের কার্ডিফ শহরের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত লোকেশনে দৃশ্যায়ন করা হয়েছে ভিডিওটি। সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। শেখ রানার প্রকাশিতব্য অ্যালবাম ‘অন্ধ আগন্তুক’র গান এটি। ইউটিউবে প্রকাশ পেয়েছে গত ১১ জুলাই। আর অ্যালবামটি কবে প্রকাশ পাচ্ছে? এমন প্রশ্নে শেখ রানা বলেন, ‘তিনটা গান হয়েছে এ পর্যন্ত। বাকি দুইটা শেষ করতে পারলে এ বছরের শেষ নাগাদ হয়তো অ্যালবাম করবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App