×

রাজধানী

ডিএনসিসির চিরুনি অভিযান, ৮৭ স্থাপনায় এডিসের লার্ভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৫:১৪ পিএম

ডিএনসিসির চিরুনি অভিযান, ৮৭ স্থাপনায় এডিসের লার্ভা

ডিএনসিসির অভিযান।

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।  সোমবার (১৩ জুলাই) এ অভিযানের নবম দিনে ১৩ হাজার ৩১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৮৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

চিরুনি অভিযান চলাকালে সম্ভাব্য সকল এডিস মশার প্রজননস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয়েছে এবং জনসাধারণকে এবিষয়ে পরবর্তীতে সতর্ক থাকতে বলা হয়েছে।

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসির চিরুনি অভিযান মঙ্গলবার ও অব্যাহত থাকবে। দশ দিনব্যাপী দ্বিতীয় পর্বের চিরুনি অভিযান আগামীকাল শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App