×

জাতীয়

থানা হাজতে নির্ঘুম রাত কাটলো ডা. সাবরিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ১০:৪১ এএম

থানা হাজতে নির্ঘুম রাত কাটলো ডা. সাবরিনার

ডা. সাবরিনা

বাবা ছিলেন সরকারি আমলা। মানুষ হয়েছেন আলালের ঘরের দুলালী হিসেবে। তবে ছোট বেলা থেকেই বাবার কড়া শাসনে বখে যেতে পারেননি। পড়াশোনা করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ২৭তম বিসিএসে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। সফল আর কৃতিত্বপূর্ণ শিক্ষা ও কর্মজীবনে কখনই থানা কিংবা জেলের অভিজ্ঞতা হয়নি তার। কখন কারো থমকও খেতে হয়নি। সেই ডা. সাবরিনাকে রোববার দিনগত রাত কাটাতে হয়েছে তেজগাঁও থানার হাজতখানায়। প্রাণঘাতী করোনা পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেয়ার ঘটনায় জেকেজি’র চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে এর আগে গ্রেপ্তার করে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার পর থেকে তাকে থানা হাজতে রাখা হয়। এরপর গোটা রাতই তাকে থাকতে হয় থানা হাজতে। গোটা রাতই নির্ঘুম কেটেছে তার। সারারাতই বসে ছিলেন। তাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ‘থানা হাজতেই তাকে রাখা হয়েছে। আমাদের দু’জন নারী প্রহরী সেখানে ডিউটিতে ছিলেন। তাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলেছেন।’তবে অন্য কারো সঙ্গে তেমন কথা বলেননি। ফোনে কারো সঙ্গে কথাও বলেননি। ডা. সাবরিনার পাহারায় ছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। আজ সোমবার (১৩ জুলাই) রিমান্ডের জন্য তাকে আদালতে পাঠানো হবে। পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে। আরও পড়ুন...

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App