×

সাহিত্য

করোনা মানুষের মনোজগৎ বদলে দিয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০২:২৬ পিএম

করোনা মানুষের মনোজগৎ বদলে দিয়েছে

রফিকুল আলম

করোনা মানুষের মনোজগৎ বদলে দিয়েছে

রফিকুল আলম

রফিকুল আলম। স্বনামধন্য সংগীতশিল্পী। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধা। স্বাধীনতার পরে নিজেকে আরো জোরালোভাবে মেলে ধরেন। নিয়মিত গেয়েছেন রেডিও, টিভি ও সিনেমায়। তার অনেক গানই শ্রোতাপ্রিয়। ‘আমার বাউল মনের একতারাটা’, ‘আশা ছিল মনে মনে’, ‘এক হৃদয়হীনার কাছে’, ‘একি খেলা চলছে হরদম’, ‘এক নদীরই উজান-ভাটি’সহ অনেক গান। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সংগীতশিল্পী এখনো নিয়মিত গান করছেন। বিশিষ্ট এই শিল্পীর করোনাকাল কেমন কাটছে ভোরের কাগজের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালে চার রকমের কাজ করছি। গানের চর্চার সময়টা বাড়াতে হয়েছে। কলকাতা থেকে এক বন্ধু স্বাধীন বাংলা বেতার ও স্বাধীনতাকালীন কিছু স্মৃতি লিখতে বলেছে। সেটাই লিখছি। নিজেরা মিলে বাড়ি ঘরের কাজও করছি। এ ছাড়া কয়েকদিন আগে অনলাইনে ইটিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভিসহ আরোও চার পাঁচটা টিভিতে গান করতে হয়েছে। কথা বলতে হয়েছে। ব্রিটেনের একটা টেলিভিশনে অনলাইনে গান করেছি। জার্মানির একটা টিভিতেও। এরপর কলকাতা, বোম্বে, বাংলাদেশ ও সাউথ ইন্ডিয়ার কিছু শিল্পী মিলে করোনা জয়ের একটা গানের রেকর্ডিং করেছি। আমি ছাড়াও আবিদা সুলতানা, শওকত আলী ইমন, মেহরীন, বোম্বের পৃথা মজুমদার, উষা উত্থুপ ও রাঘব ছিলেন। গানটা ইউটিউবে আছে। গতকালও (শনিবার) অস্ট্রেলিয়ার একটা আয়োজনে গান গেয়েছি। এভাবে সময় কেটে যাচ্ছে। একেবারে নিজেকে গুটিয়ে নিলে তো মানসিকভাবে দুর্বল হয়ে পড়ব। সে কারণে আমি, আবিদা ও আমার ছেলে বাড়িতে গান করি। বাইরে একেবারেই যাই না। পড়াশোনার বিষয়ে এই শিল্পী বলেন, এত এত কাজের মধ্যেও পড়াশোনা কিছুতেই বাদ দিই না। এটা আমার সারাজীবনেরই একটা কাজ। পড়াশোনা ছাড়া থাকতে পারি না। রাতে ঘুমানোর আগে অন্তত এক ঘণ্টা লেখাপড়া করা পুরনো অভ্যাস। এখনো সেই অভ্যাস রয়ে গেছে। উপন্যাস কম পড়া হয়। প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, পৃথিবীর রাজনীতি এসব পড়ি। মূলত ক্রিয়েটিভ লেখাগুলোই টানে। এখন নারায়ণ গঙ্গোপাধ্যায় পড়ছি। প্রবাসী পত্রিকার কিছু পুরনো কপি আবারো পড়ছি। চেনা পৃথিবীর কতটা বদল ঘটেছে বলে মনে করছেন জানতে চাইলে তিনি বলেন, করোনা সারা পৃথিবীকেই বদলে দিয়েছে, আমাদেরও বদলে দিয়েছে। মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। আন্তর্জাতিক রাজনীতিই পরিবর্তন হয়ে গেছে। কদিন আগে পড়লাম ইউরোপ একত্রিত হয়ে যাচ্ছে। ডব্লিউএইচও থেকে আমেরিকা বের হয়ে যাচ্ছে। এশিয়ান দেশগুলোর মধ্যে চায়না একটা ফ্যাক্টর হয়ে আলাদা মেরু তৈরি করছে। করোনাকে কেন্দ্র করে এসবে পরিবর্তন আসছে। শুধু চাক্ষুষ পরিবর্তন নয়, মনস্তত্ত্বেও পরিবর্তন হচ্ছে। করোনার এই অভিঘাত থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন কি না জানতে চাইলে তিনি বলেন, ঘুরে দাঁড়াতে পারব। অনেকে একাত্তরের মতো ঘুরে দাঁড়ানোর কথা বলছেন। এটা ঠিক না। একাত্তরে ছিল আমাদের সম্মুখ যুদ্ধ। যেটা ছিল মনুষ্য তৈরি একটা সংকট। যে যুদ্ধে শত্রু চিহ্নিত। এই শত্রু চিহ্নিত নয়। আমি আপনার সঙ্গে কথা বলছি, আর আপনি আমাকে অজান্তেই করোনা ভাইরাস লাগিয়ে দিচ্ছেন। এটা তো ভয়ংকর। তবে সারা বিশ্ব যেহেতু ঘুরে দাঁড়াতে পারবে আমরাও পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App