×

পুরনো খবর

করোনায় মৃত্যু সিএমপির উপ-পুলিশ কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৯:৪৬ এএম

করোনায় মৃত্যু সিএমপির উপ-পুলিশ কমিশনার

মিজানুর রহমান

করোনো ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মিজানুর রহমান মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) ভোরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা মির্জা সায়েম মাহমুদ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন সিএমপির নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মিজানুর রহমান। 'সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মৃত্যু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App