×

সারাদেশ

স্ত্রীর সাথে পরকীয়ার জেরেই ইউপি সদস্য হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৭:৫৭ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় ঘাতকের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক থাকায় দিনদুপুরে ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আব্দুল খালেককে (৫৫) হত্যা করা হয়। নিহত আব্দুল খালেক উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি চকমেহেদী গ্রামের কেসমত আলীর ছেলে। রোববার বিকেল ৪টার দিকে ঘটনার মূলহোতা ঘাতক রফিকুল ইসলামকে (৪২) বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল হাকিমের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে নিজের দোষ স্বীকার করেন। এই হত্যাকাণ্ডে রফিকুল ইসলাম একাই জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ঘাতক রফিকুল ইসলাম ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্বীকারোক্তি রেকর্ড করে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রফিকুল ইসলামের স্ত্রীর সাথে আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। রফিকুল বারবার আব্দুল খালেককে স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক ছিন্ন করতে বলেন। তারপরও চুটিয়ে পরকীয়া সম্পর্ক চালিয়ে যান আব্দুল খালেক। স্ত্রীর সাথে প্রেম করতে নিষেধ করায় আব্দুল খালেক কয়েক দফা রফিকুলকে মারপিট করেন। এ ঘটনা নিয়ে বিরোধ হয়ে রফিকুলের স্ত্রী ৫ জুলাই বাবার বাড়ি চলে যান। এতে আব্দুল খালেকের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন রফিকুল ইসলাম। শনিবার দুপুর ২টার দিকে আব্দুল খালেক নিজের ঘরের ভেতর টেলিভিশন দেখতে ছিল। এসুযোগে রফিকুল ইসলাম ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে আব্দুল খালেকের মাথায় পরপর কয়েকটি আঘাত করে। তখন আব্দুল খালেক চিৎকার দিয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। এ সময় পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছলে রফিকুল ইসলাম হাতুড়ি ফেলে সটকে পড়েন। পরে আব্দুল খালেককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবণতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টার দিকে আব্দুল খালেক মারা যান। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের ছেলে রবিউল হাসান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App