×

জাতীয়

রিজেন্টে তল্লাশি, সাহেদের পাসপোর্ট-কম্পিউটার জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ১২:৪১ এএম

উত্তরার রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। এখান থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমের পাসপোর্ট জব্দ করা হয়েছে। এসময় উপস্থতি ছিলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। পুলিশ জানায়, মামলার মামলার তদন্তের স্বার্থে রিজেন্ট গ্রুপের অফিস থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তারকৃত মধ্যে রিমান্ডে থাকা সাতজনের দেওয়া তথ্যে শনিবার বিকেলে এ অভিযান চালানো হয়। এরই মধ্যে কম্পিউটার থেকে বেশ কিছু আলামত নষ্ট করা হয়েছে। পাসপোর্ট ছাড়াও বেশ কয়েকটি কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। সেখান থেকে করুণা চিকিৎসায় ব্যবহৃত ডকুমেন্টস খোঁজা হচ্ছে। করোনা মহামারীর মধ্যে নমুনা পরীক্ষা না করে ভুয়া প্রতিবেদন দেয়ার ‘প্রমাণ পেয়ে’ গত ৬ জুলাই উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানে আরও অনিয়ম ধরা পড়ার পর উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয়া হয়। পরপর দুই দিন অভিযান চালিয়ে রিজেন্টের আট কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে র‌্যাব। চিকিৎসা নিয়ে প্রতারণায় উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ ১৭ জনকে আসামি করে মামলা করার পর থেকেই আত্মগোপনে গেছেন সাহেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App