×

সারাদেশ

তিস্তার পানি এখনও বিপদসীমার উপরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৮:২৩ পিএম

তিস্তার পানি এখনও বিপদসীমার উপরে

তিস্তা ব্যারেজ/ফাইল ছবি

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও তিস্তা ব্যারেজে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে হাতীবান্ধা উপজে্লায় এখনো বাড়ি ফিরতে পারেনি মানুষ। এদিকে পানিবন্দি পরিবারদের জন্য ৩৫ টন জিআর চাউল ও ৭০ হাজার জিআর ক্যাশ সরকারি বরাদ্দ এসেছে বলে জানান হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন।

এর আগে তিস্তা নদীর পানি শনিবার বিকাল থেকে পানি বেড়ে সন্ধ্যা ৬ টায় দোয়ানী পয়েন্টে তিস্তা ব্যারেজে নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আবার পানি বৃদ্ধি পাওয়ার কারণে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাসহ গোটা জেলার কয়েক হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়ে।

জানা গেছে, এ বারের বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন। ওই ইউনিয়নের তালেব মোড় এলাকায় একটি বাঁধ ক্ষতিগ্রস্থ হয়। উপজেলার ৬ টি ইউনিয়নের রাস্তা ভেঙে যায়। অনেক বাদাম, ভূট্টা,শাকসবজি ক্ষতিগ্রস্থ হয় ও বহু পুকুর ভেসে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App