×

জাতীয়

২ শতাংশ ভোট পড়লেও নির্বাচন গ্রহণযোগ্য হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০৮:০৫ পিএম

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা আগামী ১৪ জুলাই বগুড়া-১ আসনের উপনির্বাচন সম্পর্কে বলেছেন, ২ শতাংশ ভোট পড়লেও নির্বাচন গ্রহণযোগ্য হবে। তিনি আরো বলেন , সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে, বন্যা পরিস্থিতিতেও নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। শনিবার (১১ জুলাই) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন স্বাস্থ্যবিধি মেনে, ভোট গ্রহণ হবে। ভোটকেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী, বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আশরাফ আলী ভূঁইয়া, জেলা রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান শাহসহ নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App