×

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় মৃত্যু ৩০, শনাক্ত ২,৬৮৬

Icon

nakib

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ০২:৪১ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬৮৬ জন। নমুনা সংগ্রহ করা হয়েছিল ১১ হাজার ৪৭৫ টি। দেশের ৭৫ টি  ল্যাবের ১১ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩০৫ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯  জন। নতুন করে ১ হাজার ৬২৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮৮ হাজার ৩৪  জন। শনিবার (১১ জুলাই) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৫ জন। যাদের মধ্যে ঢাকার রয়েছেন ১৩ জন এবং চট্রগ্রামের ১০ জন। হাসপাতালে মৃত্যু হয়েছে ১৮ জনের এবং বাসায় মৃত্যু হয়েছে ১১ জনের।  তাছাড়া দেশ আক্রান্তের হার ২৪ শতাংশ এবং সুস্থতার হার ৪৮.৬০ শতাংশ। শিশুদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়। প্রতিদিনের করোনা আপডেট জানানোর আগে মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রতি জোড় দেয়া হয়। করোনার কারণে অর্থিক সংকটে অনেকে চিন্তি থাকছেন বলে মানসিক স্বাস্থ্য খারাপ হচ্ছে। নিয়মিত ৮ ঘন্টা ঘুমানোর পরামর্শ দেয়া হয়। অবসর সময়ে বাগান করা বা পশু পালন করলে  মানসিক চাপ কমে বলে জানানো হয়। তাছাড়া রান্না করলে মানসিক চাপ কমে। সৃষ্টিশীল কাজ ও বিনোদন বা ছবিঁ আঁকা মুভি দেখার কথা বলা হয়। নারীদের প্রতি সংবেদনশীল হতে আহ্বান জানানো হয়। শিশুদের অতিরিক্ত ইন্টারনেট আসক্তির বিষয়টি খেয়াল রাখতে বলা হয়। তাছাড়া ধুপমান পরিত্যাগ করার পরামর্শ দেয়া হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App