×

সারাদেশ

বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত তিস্তার পানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১২:১২ পিএম

উজানে টানা বর্ষণে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাসহ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে ৫ হাজার পরিবার।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৯ টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৩৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহ রেকর্ড করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত থেকে আস্তে আস্তে বাড়তে থাকে তিস্তার পানি প্রবাহ।

জেলার পাটগ্রাম উপজেলা ও হাতীবান্ধা উপজেলা সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, সিংগিমারী,আদিতমারী,কালীগঞ্জ উপজেলার পানিবন্দী হয়ে পড়ে। হাতীবান্ধা-গড্ডিমাড়ী-বড়খাতা পাকা সড়কের ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে।

এ দিকে তিস্তা নদীতে পানি বৃদ্ধি দেখে তিস্তা পাড়ের মানুষ বড় বন্যার আশঙ্কা করলেও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের দাবি, এবার বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App