ফুলবাড়ীয়ার কাঁঠাল বীজ যাচ্ছে বিদেশে

আগের সংবাদ

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মানববন্ধন

পরের সংবাদ

এক সাংবাদিকের কথায় কণ্ঠ আরেক সাংবাদিকের

প্রকাশিত: জুলাই ১১, ২০২০ , ৬:২৬ অপরাহ্ণ আপডেট: জুলাই ১১, ২০২০ , ৭:৪৪ অপরাহ্ণ

দেশের করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন হালের মেধাবী কণ্ঠশিল্পী ও সাংবাদিক সানি আজাদ। তবে কাজ-কর্ম কিছুটা যখন স্বাভাবিক হওয়ায় আবারো নতুন গান নিয়ে আসছেন তিনি। ইতোমধ্যেই ‘নজরবন্দি’ শিরোনামের নতুন গানটির সবকিছু শেষ হয়েছে।

গানটির কথা লিখেছেন সাংবাদিক ও গীতিকবি মিজান মালিক। সুর করেছেন- কণ্ঠশিল্পী ও সুরকার মাসুম এবং মিউজিক করেছেন সংগীত পরিচালক আদনান ভূইয়া। গানটি অচিরইে ‘সিডি চয়েস মিউজিকের’ ব্যানারে বাজারে আসবে।

এমনটা জানিয়ে সানি বললেন, দেশের করোনা পরিস্থিতির জন্য অনেকদিন গান থেকে একটু দূরে ছিলাম। কিন্তু দেশ পুরোপুরি স্বাভাবিক না হলেও কাজ-কর্ম কিছুটা স্বাভাবিক হয়েছে। তাই আবারো নতুন গান নিয়ে আসছি। এটি আমার ১৯তম মৌলিক গান। এবারের গানটির কথাও সুন্দর।

সানি আজাদ

সানির প্রত্যাশা এবারের গানটিও সবার ভালো লাগবে। ‘সিডি চয়েস মিউজিক’র কর্নধার এমদাদকে ধন্যবাদ জানিয়ে সানি বলেন, আমাকে দিয়ে তিনি এবারও সুন্দর একটি গান করিয়েছেন।

এর আগে সানি আজাদের ‘আমার যেদিন মরণ হবে’, ‘দুই জীবন’ ,‘আঁধার’, ‘বেবী’সহ বেশ কয়েকটি গান বেশ আলোচনায় ছিল। ভক্তদের মধ্যে কৌতুহল ও সাড়াও ফেলেছে।

এনএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়