×

সারাদেশ

হালদার জীব বৈচিত্র্য রক্ষায় ১১৭টি অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৮:২৯ পিএম

হালদার জীব বৈচিত্র্য রক্ষায় ১১৭টি অভিযান

ছবি: প্রতিনিধি

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীব বৈচিত্র্য রক্ষায় হালদায় ১১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শুক্রবারও (১০ জুলাই) হালদা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ৫ শ মিটার ঘেরা জাল জব্দ করা হয়। ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, হালদা নদীর ছিপাতলী ইউনিয়নের অভিযান চালিয়ে ৫শ মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। নদীর মা মাছ, ডলফিন রক্ষায় ও মাছ শিকারিদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন থেকে এ পর্যন্ত প্রায় ১১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তাছাড়া মা মাছ ও ডলফিন রক্ষার এ অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App