×

সারাদেশ

ফের বন্যার শঙ্কা, বিপৎসীমার উপরে সুরমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৪:৪৮ পিএম

ফের বন্যার শঙ্কা, বিপৎসীমার উপরে সুরমা

ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর সড়ক

গত দুদিনের টানা বৃষ্টিপাত আর পাগাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদী ও অভ্যন্তরীণ শাখা নদীর পানি অস্বভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ২য়দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা নদীর পানি বিপৎসীমার ২৫ সে.মি. উপরে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৩মিলিমটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া,মধ্যবাজার,মল্লিকপুর আবাসিক এলাকায় পানি প্রবেশ করছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার গ্রামীন বিভিন্ন সড়কে পানি উঠেছে। ফলে সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। সুনামগঞ্জ-তাহিরপুর সড়কেত পানি উঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীতেও অনেক পানি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় দফার বন্যার কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোধ সবিবুর রহমান জানান,ভারতের চেরাপুঞ্জিতে গত ৪৮ ঘন্টায় ৫৫০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বৃষ্টিপাত অব্যাহত আছে। যার ফলে সুনামগঞ্জের নদ-নদীতে পানিবৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। এবং ২/১ দিনের মধ্যে জেলার নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা আছে বলে জানান তিনি। অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন,বন্যার আশঙ্কায় ইতিমধ্যে আমরা জেলার ১১ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে মিটিং করেছি। সকল উপজেলার কর্মকর্তাদেও নির্দেশনা দিয়েছি সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার জন্য। তিনি জানান,৪শ মে.টন জিআর চাল,নগদ টাকা ও প্রতি উপজেলায় ৫শ প্যাকেট শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনমত বন্যার্তদের বিতরণ করা হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App