×

রাজনীতি

মায়ের পাশে চিরশায়িত হবেন সাহারা খাতুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৮:৫৯ পিএম

সদ্য প্রয়াত বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ শুক্রবার (১০ জুলাই) রাত ১২টার দিকে ইউএস বাংলার একটি বিশেষ বিমানে দেশে নিয়ে আসা হবে। তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান ভোরের কাগজকে খবরটি নিশ্চিত করেছেন।

এরপর রাতে দলের পক্ষ থেকে সাহারা খাতুনের মরদেহ গ্রহণ করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বাহাউদ্দিন নাছিম জানান, সকাল ১১ টায় নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে শায়িত হবেন সাহারা খাতুন।

বৃহস্পতিবার (৯ জুলাই) থাইল্যান্ডের বাবরুনগ্রাড হাসপাতালে বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে বামুনগ্রাদ হাসপাতালে অ্যাডভোকেট সাহারা খাতুন মারা যান। গত সোমবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে তাকে ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

এদিকে, সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকপ্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App