×

জাতীয়

অনিয়ম প্রতিরোধে ইসির তদন্ত কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৬:৩১ পিএম

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিচারকদের সমন্বয়ে দু’টি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই কমিটি নির্বাচন পূর্ব সময়ে ভোট সংক্রান্ত সকল অনিয়ম নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও শাস্তির ব্যবস্থা করবে। ইসির আইন শাখার উপ-সচিব আফরোজ শিউলীর স্বাক্ষরে ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এতে বলা হয়েছে-বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী জজ মো. শাহরিয়ার শামসকে নিয়ে গঠন করা হয়েছে বগুড়া-১ আসনের উপ-নির্বাচনের নির্বাচনী তদন্ত কমিটি। আর যশোর-৬ আসনের নির্বাচনের জন্য যশোরের যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) নুর নবী এবং সহকারী জজ রেজাউল করিম বাঁধনকে নিয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি উপ-নির্বাচন দু’টির ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তফসিল অনুযায়ী, আসন দু’টিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App