×

সারাদেশ

গাছ কাটায় বাঁধা দিলে চাঁদাবাজি মামলার হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৪:০২ পিএম

গাছ কাটায় বাঁধা দিলে চাঁদাবাজি মামলার হুমকি

ছবি: প্রতিনিধি

আমফানের তাণ্ডবের পর যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন সড়কের ভেঙে ও উপড়ে পড়া গাছ একজন জনপ্রতিনিধির নেতৃত্বে গড়া সিন্ডিকেটের মাধ্যমে প্রায় কোটি টাকার গাছ চুরি হয়ে যায়। ঐ সময় পত্রপত্রিকায় গাছ চুরির খবর প্রকাশিত হলে কিছুদিন বন্ধ থাকে। তবে আবার গাছ চোর সেন্ডিকেট আবার সক্রিয় হয়ে উঠেছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে মনিরামপুর টু নেহালপুর রাস্তার মোহনপুর মোড়ে মেয়রের বাড়ীর পাশের একটি বড় গাছ কেঁটে নেয়। ওয়ার্ড কাউন্সিলারসহ স্থানীয়রা বাঁধা দিলে ঐ জনপ্রতিনিধির নির্দেশ কাঁটছি বলে জানায় বিশ্ব নামের একজন। গাছ কাঁটার সময় সেন্ডিকেটের সদস্য বিশ্ব, কামালপুরের হালিম, বিজয়রামপুরের জিয়া, টগর, ইব্রাহিম সহ আরও কয়েকজন বলেন, বড়দা বলেছে তাই গাছ কাঁটছি। স্থানীয়রা পৌঁছানোর আগেই গাছের গোড়ার অংশ কেঁটে নিয়ে যায়।

ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার বলেন, চোর সিন্ডিকেটের সদস্য বিশ্বকে গাছ কাটতে বাঁধা দিলে সে বলে জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী গাছ কাঁটতে নির্দেশ দিয়েছেন। তাই আমি গাছ কাঁটছি। বাঁধা দিলে চাঁদাবাজি মামলা দেবে বলে হুমকি দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App