×

আন্তর্জাতিক

করোনা মোকাবেলায় বিশ্বে ‘নেতৃত্বের শূন্যতা’

Icon

nakib

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৯:৪৬ পিএম

করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্ব যথাযথ নেতৃত্বের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। আন্তর্জাতিক ঐক্যের আহ্বান জানিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন তিনি। ৬ মাসের ব্যবধানে বিশ্বে বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় তিনি এ আহ্বান জানান।

আধানম গ্রেব্রেয়েসুস বলেন, কোন ভুল করা চলবে না। আমরা যে মহা ঝুঁকির মধ্যে রয়েছি এটা শুধু ভাইরাসটি নয় বরং আমরা নেতৃত্ব শূন্যতা ও বিশ্বব্যাপি ঐক্যহীনতায় রয়েছি। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত আমাদের বন্ধু হারাচ্ছি। তবে আমরা এ বিভক্ত পৃথিবী নিয়ে এ মহামারিকে পরাজিত করতে পারব না। কাতরকন্ঠে সংস্থাটির প্রধান এ বক্তব্য দেন।

যুক্তরাষ্ট্র- ভারত, ব্রাজিলসহ বেশ কিছু অঞ্চলে সর্বোচ্চ পর্যায়ের সংক্রমণ হচ্ছে প্রতিনিয়ত। এ পরিন্থিতিতে তিনি প্রশ্ন রাখেন যখন সবার বিরুদ্ধে একটি শত্রু প্রতিনিয়ত প্রাণ কেড়ে নিচ্ছে তখন আমাদের একত্রিত হওয়াটা কতটা কঠিন? তাছাড়া  এ সংকট সমাধানে বিশ্বের ঐক্য ও নেতৃত্বের একটি পরীক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App