×

আন্তর্জাতিক

আফ্রিকায় শত শত হাতির মৃত্যু কি করোনায়?

Icon

nakib

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ০৬:১২ পিএম

আফ্রিকায় শত শত হাতির মৃত্যু কি করোনায়?

আফ্রিকায় রহজ্যনকভাবে মৃত্যু হচ্ছে হাতির

আফ্রিকায় শত শত হাতির মৃত্যু কি করোনায়?

বতসোয়ানায় হাতির রহস্যজনক মৃত্যু

আফ্রিকার দেশ বতসোয়ানাতে গেল দুই মাসে রহস্যজনকভাবে সাড়ে তিনশ’র বেশি হাতির মৃত্যু হয়েছে। শত শত হাতির মৃত্যুর রহস্য নিয়ে কেউ কিছু বলতে পারছিলেন না। আর এমন রহস্যজনক ঘটনা আগে কখনই ঘটেনি। তাই বিষয়টা নিয়ে প্রাণিবিজ্ঞানীদের পাশাপাশি সরকারও পদক্ষেপ নিতে শুরু করে।

তবে গণহারে হাতি মৃত্যুর রহস্যের জট খোলার মতো এবার কিছু তথ্য পাওয়া গেল। মৃত হাতির নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছিল জিম্বাবুয়েতে। সেখানকার ল্যাবে পরীক্ষা করে প্রমাণিত হয়েছে হাতির মৃত্যুর কারণ করোনাভাইরাসের সংক্রমণ।

এই ঘটনার মধ্য দিয়ে বিশ্বে প্রথম করোনায় হাতির মৃত্যুর তথ্যও পাওয়া গেল। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি। আরো বেশ কিছু নমুনার ফলাফল পাওয়া গেলে তা জনগণের সামনে তুলে ধরা যাবে।

মাত্র দুই মাসের ব্যবধানে বিপুল সংখ্যক হাতির মৃত্যুর কারণ উৎঘাটনের চেষ্টা করছে বতসোয়ানার বন কর্তৃপক্ষও। তবে তারা মৃত্যুর কারণ হিসেবে অ্যানথ্রাক্স বা পোচিংয়েলের সম্ভাবনা নাকচ করছে। কর্মকর্তারা বনের ৮ হাজার বর্গ মাইলের মধ্যে ২৮১টি হাতির নমুনা সংগ্রহ করেছে। এ অঞ্চলটিতে প্রায় ১৮ হাজার হাতির বসবাস।

[caption id="attachment_230891" align="aligncenter" width="1024"] বতসোয়ানায় হাতির রহস্যজনক মৃত্যু। ছবি: সংগ্রহ।[/caption]

বতসোয়ানার বন বিভাগ বলছে, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের ফলাফল হাতে আসার পরই শত শত হাতির মৃত্যু করোনাভাইরাসের কারণেই হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে গেল কয়েক মাসের গণহারে হাতির মৃত্যুতে দেশটির প্রায় ১ লাখ ৩০ হাজার হাতির ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়েছে বতসোয়ানা সরকার।

আফ্রিকা মহাদেশের এক তৃতীয়াংশ হাতির আবাসস্থল বতসোয়ানাতে ১৯৯০ সালে পর থেকেই হাতির সংখ্যা বাড়ছিল। তবে গেল কয়েক বছর ধরে প্রতিনিয়ত পোচিংয়েলের কারণে মৃত্যুতে দেশটিতে দিন দিন হাতির সংখ্যা কমছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App