প্রকাশিত: জুলাই ৯, ২০২০ , ৬:২৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ৯, ২০২০ , ৬:২৯ অপরাহ্ণ
বিএসএফ। ফাইল ছবি।
হাওড়া নদীতে বালু উত্তোলন করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ দুটি নৌকা আটকে রাখে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্ণেলবাজার সীমান্ত এলাকায়।
কর্নেলবাজার বিওপির বিজিবি সদস্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনা চলছে।
স্থানীয়রা জানায়, উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বাসু মিয়া ও শিশু মিয়া নামের দুই ব্যক্তি ভোরে দুটি নৌকাসহ হাওড়া নদীতে বালু উত্তোলন করতে যায়।
এসময় ভুলবসত তারা সীমান্তের ২০২৪ মেইন পিলার বরাবর অনেকটা ভিতরে ঢুকে পড়লে ত্রিপুরা জয়নগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা নৌকাসহ তাদের আটক করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।