×

অপরাধ

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানকে খুঁজছে র‌্যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ১১:৫৭ এএম

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানকে খুঁজছে র‌্যাব

হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ।

ভুয়া করোনা টেস্ট, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স সহ আরো বেশকিছু অভিযোগে হাসপাতালের চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তারের জন্য খোঁজ করছে র‌্যাব। র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হাসপাতালের বিভিন্ন অনিয়মের কারণে মঙ্গলবার (৭ জুলাই) হাসপাতালের অফিস সিলগালা করে দেয় র‌্যাব। এর পরপরই হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মামলার আসামিরা হলেন- হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব (৪৫), এক্সরে টেকনিশিয়ান হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিসিপশনিস্ট কামরুল ইসলাম (৩৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত অনিক (৩৩), গাড়িচালক আব্দুস সালাম (২৫), এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশীদ খান জুয়েল (২৮), প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদ (৪৩), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ (৪০), হাসপাতাল কর্মচারী তরিকুল ইসলাম (৩৩), স্টাফ আব্দুর রশিদ খান (২৯), স্টাফ শিমুল পারভেজ (২৫), কর্মচারী দীপায়ন বসু (৩২) এবং মাহবুব (৩৮)। অপর দু'জনের নাম জানা যায়নি। এদের মধ্যে চেয়ারম্যান শাহেদসহ ৯ জন পলাতক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App