×

জাতীয়

মত দেয়ার সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়ল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ০৯:০৬ পিএম

রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন, ২০২০ এর খসড়ার উপর রাজনৈতিক দলের মতামত দেয়ার সময়সীমা ৭ জুলাই থেকে বর্তমানে ৩১ জুলাই পর্যন্ত বাড়াল নির্বাচন কমিশন (ইসি)। এরপর আর সময় বাড়ানো হবে না বলে ইসির উপসচিব মো. আ. হালিম খান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে। জানা যায়, এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি করোনাকালের কথা বিবেচনা করে এর সময় বাড়ানো জন্য ইসির কাছে আবেদন করে। মঙ্গলবার (৭ জুলাই) অবশ্য ইসি সচিব মো. আলমগীর বলেছিলেন, ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন-২০২০’ এর খসড়ার ওপর মতামত দেয়ার জন্য সময় বাড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দল নিবন্ধন আইনের জন্য বিএনপি, আওয়ামী লীগসহ বেশকিছু দল মতামত দেয়নি। এছাড়া বাংলাদেশ আওয়ামী মতামত দেয়ার জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। তাই সবকিছু বিবেচনা করে আরও কিছুদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১৬ জুন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে আইনটির খসড়ার ওপর মতামত দেয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইসির বেঁধে দেয়া সময় অনুযায়ী আজ ৭ জুলাইয়ের মধ্যে মতামত দেয়ার কথা ছিল। বর্তমানে নির্বাচন কমিশনে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনে অংশ নিতে চাইলে অবশ্যই ইসিতে দল হিসেবে নিবন্ধন নিতে হয়। এ জন্য প্রতি সংসদ নির্বাচনের আগে নিবন্ধন নেয়ার জন্য আবেদনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App