×

পুরনো খবর

কুয়েতের নাগরিক হলে পাপুলের সংসদ পদ বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ০১:১৯ পিএম

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল হোসেন পাপুল কুয়েতের নাগরিক হলে তার আসন শূন্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, পাপুল সম্প্রতি কুয়েতে মানব পাচারের কারণে গ্রেপ্তার হয়েছে, সে যদি সত্যি কুয়েতি নাগরিক হয়ে থাকে বা তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ যদি সত্যি হয় তাহলে তার জাতীয় সংসদ সদস্য পদ বাতিল করা হবে। বুধবার (৮ জুলাই) একাদশ সংসদের অস্টম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে পাপুল কুয়েতের নাগরিক কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে পাপুলের বিষয়ে স্পিকারের উদ্দেশে বিএনপির হারুন বলেন, সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকত্ব অর্জনকারী বা আনুগত্য গ্রহণকারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য নন। পাপুল কুয়েতের নাগরিক হিসেবে গ্রেপ্তার হয়েছেন বলে গণমাধ্যমে এসেছে। তিনি সত্যিই যদি কুয়েতের নাগরিকত্ব গ্রহণ করেই থাকেন তাহলে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দরকার। হারুনুর রশীদ বলেন, তিনি নিশ্চয়ই সরকারি পাসপোর্টে সে দেশে যাননি। তাহলে তিনি নিঃসন্দেহে বিদেশি নাগরিক। তিনি নির্বাচনের সময় তথ্য গোপন করেছেন। এ ব্যাপারে সংবিধান অনুযায়ী আপনার (স্পিকারের) যে দায়িত্ব, আশা করবো আপনার জায়গা থেকে সুস্পষ্ট ঘোষণা আসবে। প্রধানমন্ত্রী বলেন, মানব পাচার রোধে আদম ব্যবসায়ীদের বিরুদ্ধ সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাদের চিহ্নত করে ইতোমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে। রিজেন্ট হাসপাতাল নিয়ে সংসদে প্রশ্ন তোলার পর প্রধানমন্ত্রী বলেন, এটা কিন্তু সরকারের পক্ষ থেকেই ধরেছি। প্রত্যেকটা ক্ষেত্রে সরকার উদ্যোগ নিয়েছে এবং অনিয়মগুলো খুঁজে বের করেছি। ইতোমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। ওই হাসাপতালের এই তথ্য কিন্তু আগে কেউ দেয়নি, জানাতে পারেনি। অন্য কেউ জানায়নি। প্রধানমন্ত্রী বলেন বলেন, সরকারের পক্ষ থেকেই খুঁজে বের করেছি, ব্যবস্থা নিয়েছি। র‌্যাব গেছে সেখানে, সেখান থেকে খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। পাপুল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যে সংসদ সদস্যের কথা বলা হয়েছে সে কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য। সে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন চেয়েছিল আমি দেইনি। সে স্বতন্ত্র সংসদ সদস্য। নির্বাচনে ওই সিট জাতীয় পার্টিকে দিয়েছিলাম। মানব পাচার ও আদম ব্যাপারীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। যারা অবৈধভঅবে দেশের মানুষকে সোনার হরিণ দেখানোর লোভ দেখিয়ে মালয়েশিয়া, সিংগাপুর বা অন্য দেশে পাচার করছে, তাদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এসব অবৈধ আদম ব্যবসায়ীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।      

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App